ব্লগার ব্লগ কিভাবে Monetize করতে হয় ?
ব্লগার ব্লগে আপনি AdSense এর বিজ্ঞাপন বা অন্ন্য কনো বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন। নিজের ব্লগ থেকে যে কেঔ টাকা আয় করতে চাই, আপনি যদি আপনার ব্লগ থেকে টাক ইনকাম করতে চান, তাহলে নিচে দেওয়া গাইড ফলো করুন।
কিভাবে ব্লগার ব্লগ Monetize করবেন ?
Sign up for Adsense
- ব্লগারে Sign in করুন
- উপরে বাম পাশে নিচের একটা সারিতে ক্লিক করে সিলেক্ট করুন, যে ব্লগে আপনি বিজ্ঞাপন দিতে চান।
- বাম পাশে Earnings এ ক্লিক করুন
- Sign up for AdSense এ ক্লিক করুন। আপনি যদি এই বাটন না দেখতে পান তাহলে বুজবেন যে আপনার ব্লগ AdSense এর জন্ন্য যোগ্যতা পাইনি। আপনার ব্লগের যোগ্যতা যাচাই করার জন্য AdSense eligibility checklist এই লিঙ্কে ক্লিক করুন।
- আপনি আপনার গুগল একাউন্ট দিয়ে ফরম পুরন করুন।
পোস্টের ভেতরে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় ?
- ব্লগারে Sign in করুন। বাম পাশের মেনু থেকে Layout এ ক্লিক করুন।
- আপনার ব্লগের টেম্পেল্ট অনুযায়ি
"Blog Posts" এ Edit এ ক্লিক করুন
- "Show Ads Between Posts" এ বক্সে টিক দিন।
- Ad format, colors সিলেক্ট করুন।
- Save এ ক্লিক করুন।
ব্লগারের Earnings report
- ব্লগারে Sign in করুন ।
- Earnings এ ক্লিক করুন।
- "Visit AdSense for details of my earnings" এ ক্লিক করুন
Post a Comment