গুগল এডসেন্স কি ?
ওয়েবসাইট
এর ট্রাফিক Monetize করার অনেক উপায় আছে। ব্লগার ওয়েবসাইট মনিটাইয করে টাকা আয় করা
যায়। আপনার ওয়েবসাইটে third-party products বা বিভিন্ন্য বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে
মনিটাইয করে টাকা আয় করতে পারেন। বর্তমান বিভিন্ন্য বিজ্ঞাপন কোম্পানী আছে যারা আপনাকে
টাকা আয় করতে সাহায্য করবে। Google AdSense এর মধ্যে জনপ্রিয়। Bloggers or
webmasters এর জন্য নিজের ওয়েবসাইট থেকে টাকা আয় করার সহয মাধ্যম। তাহলে আসুন যানা
যাক যা AdSense কি।
গুগল এডসেন্স কি ?
গুগল এর একটি
advertising service আছে, সেটি হল Adwords। সেখানে বিভিন্ন্য কোম্পানি ও ওয়েবসাইটের
মালিকেরা এখানে তাদের প্রডাক্টের জন্য এড পোস্ট করে থাকে, আর এই এড Google AdSense
এর মাধ্যমে আমাদের ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে সাহায্য করে।
যখন কনো ব্যক্তি আপনার নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া লিঙ্ক বা ছবিতে ক্লিক করবে,
তখন গুগল ওয়েবসাইটের মালিক ঔ বিজ্ঞাপনের জন্য কিছু পরিমাণ টাকা আমাদের দিয়ে থাকে।
Adwords বিজ্ঞাপন
সেবা গুগল ২০০৩ সালে সুরু করে। আর এখন ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন সেবাদাতাদের
মধ্যে একটি। AdSense আপনাদের ওয়েবসিটের ট্রাফিক মনিটাইজ করে টাকা আয় করার ভাল সুযোগ
প্রদান করে। AdSense ব্যবহার সবচেয়ে বড় সুবিধা হল এখানে বিপুল পরিমাণ প্রকাশক ও বিজ্ঞাপনদাতা
আছে। Google AdSense প্রকাশক ও বিজ্ঞাপনদাতাদের খুব জরদার নিরাপত্তা দিয়ে থাকে।
Post a Comment