ব্লগার ব্লগে কিভাবে পোস্ট তৈরি করবেন ?
ব্লগারে ব্লগ
তৈরির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পোস্ট তৈরি করা। তো এ পোস্ট আমরা আপনাদের বলতে
যাছি যে কিভবে ব্লগার পোস্ট তৈরি করবেন "How to create a post on blogger"
How to create a post on blogger
- ইস্ক্রিন এর উপরে New Post এ ক্লিক করে ডান পাশে পোস্টের অপসোন গিয়ে আপনি পোস্টস, create, edits এবং view করতে পারেন।
- পোস্টের ডান পাশে textbox এ পোস্টের নাম দিন।
- Compose এ ক্লিক করে আপনি আপনার পোস্টের জন্য বিভিন্ন্য fonts, sizes এবং text color করতে পারেন। আপনি যদি HTML এর মাধ্যমে লিখতে চান তাহলে HTML ক্লিক করতে পারেন।
- উপরে ডান পাশে পোস্টের সেটিংস এ গিয়ে reader comments option, HTML settings এবং line break অপসোন ঠিক করতে পারেন। আপনার সেটিংস সেভ করার জন্য Done এ ক্লিক করতে পারেন।
- আপনার পোস্টি সেভ করার জন্য Save অপসোনে ক্লিক করতে পারেন। পোস্টটি পাবলিশ করার আগে দেখার জন্য Preview করতে পারেন এবং পোস্টটি পাবলিশ করার জন্য Publish অপসোনে ক্লিক করুন।
Post a Comment