ব্লগারে কিভাবে ব্লগ তৈরি করবেন ?
যদি আপনিও
ব্লগিং সুরু করার কথা ভাবছেন তাহলে আপনি Google এর ফ্রি ব্লগার এর মাধ্যমে ফ্রি ব্লগ
Website সুরু করতে পারেন। কারন এটা নতুনদের জন্য সেরা মাধ্যম। এই ব্লগ পোস্টে আমরা আপনাদের
বলতে যাছি যে : কি ভাবে ব্লগারে ব্লগ তৈরি করবেন "How to sign up for Blogger"
How to sign in to Blogger
ব্লগারে ব্লগ
তৈরি করার জন্য আপনাকে আনপার কম্পিঊটার এর ব্রাঊজার এ গিয়ে Blogger.com এ যান তারপর
আপনার Google Account দিয়ে Sign In করুন।
ব্লগার একাঊন্ট
তৈরি করার জন্য আপনার কাছে Gmail Account থাকতে হবে। যদি আপনার কাছে Gmail Account
না থাকে তাহলে ব্লগারের জন্য নতুন Gmail Account তৈরি করুন “Create your account” এ
ক্লিক করে।
“Create
a new blog” এই ইস্ক্রিন এ আপনার ব্লগের নাম ( Title ) আর এড্ড্রেস ( Address ) দিন।
- Title: নাম এর জাইগায় আপনাকে আপনার ব্লগ এর নাম দিতে হবে যেমনঃ প্রথম লেখা। যে বিষয় অনুযায়ী আপনি আপনার ব্লগ তৈরি করছেন সেই অনুযায়ী আপনি আপনার ব্লগের নাম দিবেন।
- Address: এডড্রেস হল আপনার ব্লগের URL । যখন আপনার ব্লগ ব্রাঊজারে ব্লগ ব্রাঊজ করবেন তখন URL দেখা যাবে। আপনি আপনার ব্লগকে আর সুন্দর দেখানর জন্য Custome Domain দিতে পারেন এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।
- Template: আপনি আপনার ব্লগের জন্য যেকনো টেমপ্লট ব্যবহার করতে পারেন। টেমপ্লেটটি পরে যেকনো সময় পরিবর্তন করতে পারবেন।
- আপনার ব্লগের জন্য যদি Address available না থাকে তাহলে একটু পরিবর্তন করলে আপনার ব্লগের Address পেয়ে যাবেন।
আপনার ব্লগের
সুরুর টেমপ্লেট নির্বাচন করুন যা আপনার ব্লগের মৌলিক নকশা হবে।
আপনার ব্লগের
নাম, এড্ড্রেস ও টেমপ্লেট নির্বাচন করার পর “Create Blog” এ ক্লিক করে আপনি আপনার ব্লগ
তৈরি করতে পারেন।
Blogspot ব্লগ এর প্রাথমিক সেটংস
এখন আপনার
ব্লগ তৈরি হয়ে গেছে। আপনার ব্লগের কিছু সেটিংস আছে যা সেট করা খুব দরকার।
১। আপনার
ব্লগ কেমন দেখতে হবে তা মেনু থেকে Theme এ ক্লিক করে কাস্টমাইজ করতে পারেন। ব্লগ তৈরি
করার পর প্রথমে ব্লগের মৌলিক থিম পরিবর্তন করে ভালো একটা থিম আপলোড করতে হবে। কারন
ব্লগটা যাতে professional দেখায়। ব্লগারের ব্লগে থিম আপলোড দেওয়া খুব সহয।
আপনি থিম
এর অপসোন থেকে Backup/Restore এ ক্লিক করে যেকনো ভালো একটা Theme আপনার ব্লগের জন্য আপলোড
দিতে পারেন এবং ডাঊনলোড করতে পারেন।
২।
Setting এ ক্লিক করে আপনি ভাষা পরিবর্তন করতে পারেন ও আনান্য সেটিং ঠিকঠাক করে নিতে
পারেন।
- Posts, comments and sharing মেনু থেকে আপনি প্রচারক, মন্তব্য ঠিক করতে পারেন।
- Setting এ Basic অপসোন এ “Permissions” সেকসোনে +Add authors ক্লিক করা অন্য ব্যক্তি কে যোগ করতে পারবেন।
৩। আপনার
তৈরি ব্লগে কিছু Pages যোগ করতে হবে। যেমনঃ About page, Contact pages। এই Pages যোগ
করার জন্য Pages আপসোনে গিয়ে আপনার ব্লগের যোরুরি কিছু pages তৈরি করতে পারেন।
৪।এখন আপনার
ব্লগে Fevicone যোগ করতে হবে। Fevicone এমন একটা আইকন যা আপনার ব্লগ ব্রাঊজারে ওপেন
করলে যে আইকন ব্রাঊজারের টেব এ দেখা যায় তাকে Fevicone বলে। এই Fevicone যোগ করার জন্য
Layout আপসোন এ ক্লিক করার পর ঊপরে Fevicone এ ক্লিক করে যে ছবি ব্রাঊজার টেব দেখাতে
চান সেই ছবি আপলোড করুন।
৫। আপনি আপনার
ব্লগে এখন পোস্ট লিখতে পারেন। পোস্ট লেখার জন্য আপনি Posts অপসোন এ গিয়ে Add New
Post ক্লিক করতে হবে।
নিঊ পোস্ট
ইস্ক্রিন ওপেন হলে আপনি আপনার ব্লগ পোস্ট এ title, content যোগ করতে হবে।
- পোস্ট ইস্ক্রিন এ সবার ঊপর আপনি আপনার ব্লগ এর title যোগ করতে হবে।
- Title যোগ করার পর নিচে দেওয়া খালি ঘরে আপনার ব্লগের content লেখতে হবে।
- আপনার ব্লগে যখন লিখবেন তখন দেখতে পাবেন ডান পাশে label অপসোন দেওয়া আছে। এই label অপসোনে ক্লিক করে আপনি আপনার ব্লগে Categorize করার জন্য label যোগ করতে পারেন। এতে করে আপনার ব্লগে আসা ভিজিটরদের content খুজতে সুবিধা হবে।
- আপনি আপনার ব্লগের পোস্ট কোন সময়ে পাবলিশ করতে চান সেই সময় ঠিক করার জন্য Schedule অপসোন এ গিয়ে করতে পারেন।
- Permalink এর মাধ্যমে আপনি আপনার ব্লগ পোস্টের link সেট করতে পারেন।
- Location এ ক্লিক করে আপনার পোস্টির Location দিতে পারেন।
- এবং Options এ গিয়ে আপনার ব্লগের কিছু সেটিংস আছে যা আপনি সেট করতে পারেন।
- আপনার পোস্টি ব্লগে Publish করার আগে দেখতে চান তাহলে Preview অপসোনে ক্লিক করে দেখতে পারেন। পোস্টি পাবলিশ করার জন্য publish button ক্লিক করুন এবং save করে রাখার জন্য Save button এ ক্লিক করতে হবে।
৬। এখন আপনার
ব্লগে যখন ভালো ভিজিটর বা ট্রাফিক আসবে তখন আপনার ব্লগটি Google AdSense এর জন্য
apply করতে পারেন। যদি আপনি আপনার ব্লগটি যিরো ট্রাফিক থাকা অবস্তায় apply করেন তাহলে
আপনার ব্লগ AdSense এ accept করবে না।
আসা করি আপনার
জন্য এ পোস্টটি ব্লগারে ব্লগ তৈরি করতে খুব সাহয্য করবে। আর কনো প্রকারে অসুবিধা হলে
আমাদের যানাবেন।
Post a Comment