ব্লগার কি ?
ব্লগার এ
কনো বাজেট ছারা ব্লগ তৌরি ও অগ্রসর করা যায়। এই জন্য এটি একটি Google এর ফ্রি যন্ত্র।
ব্লগারে নতুন করে ব্লগ সুরূ করার জন্য নির্দিষ্ট
কিছু কাজের জন্য আগে থেকে প্রস্তুত করা কিছু যন্ত্র আছে। এজন্য নতুন ব্লগারদের ব্লগ
সুরু করতে কনো Web Development & Web Design এর জ্ঞান না জানা থাকলেও ব্লগ সুরু করতে কনো সমষ্যা হবে না।
ব্লগারে আপনি
আপনার ব্লগে Monetize করে টাকা ইনকাম করতে পারবেন। Google AdSense এর সাহায্যে আপনি
আপনার ব্লগ এ Advertisment দিয়ে টাকা আয় করতে পারবেন। এভাবে টাকা আয় করার জন্য ভালো
পরিমাণ ট্রাফিক ও ভিজিটর থাকতে হবে। ব্লগারে আপনি ব্লগস্পট থেকে ফ্রি হস্টিং ও ফ্রি
সাবডোমিন পেয়ে যাবেন।
ব্লগারের সুবিধা
ব্লগারের
অনেক সুবিধা আছে তার মধ্যে কিছু সুবিধা নিচে দেওযা হল।
Easy Interface
আপনি যদি ব্লগিং এর দুনিয়ায় নতুন তাহলে ব্লগার হলো আপনার জন্য সঠিক জাইগা। এখানে আপনি সহয পদ্বতিতে পেয়ে যাবেন তার কারনে বিভিন্ন পদ্বতির শিখতে কনো অসুবিধা হবে না। ব্লগার এ কিছু নির্দিষ্ট কাজের জন্য সীমিত যন্ত্র দেওয়া আছে যার কারনে ব্লগ চালানোর পদ্বতি বুজতে একদম সহয। আপনি যদি ব্লগার ছারা অন্ন্য কনো প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে আপনাকে অনেক অসুবিধার মধ্যে পরতে হতে পারে।
Free of Cost
Monetization
ব্লগার ব্যবহার
করার সুবিধা হলো এতে Monetization আছে। সবাই তার নিজের ব্লগ টিকে Monetization করে
টাকা ইনকাম করতে চাই। যদি আপনি অন্ন্য প্ল্যাটফর্ম ব্লগ ব্যবহার করেন তাহলে
Monetization সুরু হতে অসুবিধা হতে পারে। কিন্তু ব্লগারে সহযে Monetization সুরু হয়ে
যায়।
Unlimited Storage And Bandwidth
ব্লগারে অনেক সুবিধা এর মধ্যে একটি ভালো সুবিধা হলো ব্লগার এ Storage & Bandwidth এর কনোসীমাবদ্বতা নেই। ব্লগারে আপনি প্রচুরসংখ্যক পোস্ট করতে পারবেন ও unlimited traffic প্রবেশ করাতে
পারবেন। এটা
সম্পুর্ণভাবে Unlimited এই জন্য আপনার website এর storage & bandwidth এর কনো চিন্তা
করতে হবে না। আপনার website এ server down এর কনো সমষ্যা দেখা দিবে না।
Security
ব্লগার সরাসরি আপনার Google account এর সাথে সংযুক্ত হয়। এই কারনে আপনার Google account নিরাপদ থাকলে আপনার ব্লগার ও নিরাপদ থাকবে। এই কারনে ব্লগারে কনো প্রকার Security Widgets দেওয়ার প্রয়জোন নাই।
আর পড়ুন
Post a Comment