Header Ads

What is Windows?

Windows টি Microsoft কোম্পানী প্রকাশ করেছে যা, Windows operating systems এর একটি শ্রেণী। এটি একটি গ্রাফিক ইন্টারফেস উপাদান যার ব্যবহারে application এর কন্টেন্টকে দেখানো যায়, যাতে ব্যবহারকারী কন্টেন্টকে দেখতে পাই আর পরস্পরের উপর ক্রিয়া করতে পারে। দুই দশক ধরে windows ব্যক্তিগত কম্পিউটারের জন্য বেশি ব্যবহার করা হয়েছে এই অপারেটিং পদ্বতি।
Windows কে ১৯৮৫ সালে মাইক্রোসফট কোম্পানি চালু করে। Windows এর আগের সংস্করণ হলঃ Windows ৩.০ (১৯৯০), Windows ৩.১ (১৯৯২), Windows ৯৫ (১৯৯৫), Windows ৯৮ (১৯৯৮), Windows Me (২০০০), Windows XP (২০০১), Windows Vista (২০০৬), এবং Windows ৮ ও ৮.১ আর Windows ১০। বর্তমান সংস্করণ Windows ১০ জুলাই মাসে ২৯, ২০০১৫ সালে মুক্তি পাই। Windows এর গ্রাফিকাল প্রদর্শন ও সংগঠিত তথ্য এর সাহায্যে কম্পিউটার কে সহজে আক্সেস করতে পারবে ব্যবহারকারী। Windows ১০ এ টাসইস্ক্রিন বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা টাসইস্ক্রিন ডিস্পেলে সাথে কম্পিউটার এবং টাব্লেট এ চালাতে পারবেন।

No comments