Header Ads

What is Backlinks-ব্যাকলিংক কি? Backlinks Blog SEO এর জন্য কেনো খুব প্রযোজন!


Backlinks search engine optimization এ কাজে আসে আর সার্স ইঞ্জিন থেকে ভালো ট্রাফিক বা ভিজিটর পাওয়ার জন্য backlinks অনেক গুরুত্বপূর্ণ। যারা ব্লগারে সফলতা হয়েছে বা ওয়েবসাইটের মালিক তারা backlink পাওয়ার জন্য প্রত্যেক উপায়ই চেষ্টা করে। এই পোস্টে আমি আপনাদের backlink এর সব প্রয়োজনীয় তথ্য বিস্তারিত জানাব। ব্লগারে সাফল্য পেতে আপনাকে সার্স ইঞ্জিন থেকে ভালো ট্রাফিক পেতে হবে। সার্স ইঞ্জিন থেকে ভালো ট্রাফিক পাওয়ার জন্য আপনার backlinks এরও প্রয়োজন আছে। আপনাকে backlink এর ব্যপারে সব তথ্য জানা প্রয়োজন। যাতে আপ্নিও এক দিন ব্লগারে সাফল্য অর্জন করতে পারেন। Blog SEO এর ব্যপারে আগেই প্রবন্ধ লিখেছি যা পড়ে আপনি ব্লগ SEO ভালোভাবে বুঝতে পারবেন। এই পোস্টে আপনি ওয়েবসাইট এর backlinks এর বিস্তারিত জানতে পারবেন যে আসলে backlinks ব্লগ বা ওয়েবসাইটে কি কাজে আসে বা কেন এটি খুব গুরুত্বপূর্ণ।

What is Backlinks-Backlinks কি?

Backlinks হল বহিরাগত লিঙ্ক, যা অন্য সাইট থেকে আপনার সাইটে আসে। যেমন, আমার সাইট আপনার সাইটের লিঙ্ক থাকলে ঐ লিঙ্ক এ ক্লিক করে আপনার সাইটে ভিজিট করলে আপনি আমার সাইটের ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। একেই ব্যাকলিঙ্ক বলে। আপনার ওয়েবসাইটে অন্যান্য সাইট থেকে যত ভিজিটর আসে আপনার সাইটে সব backlinks হয়। অন্য ওয়েবসাইট বা ব্লগ থেকে ভিজিটর আপনার সাইটের লিঙ্ক এ ক্লিক করে আপনার সাইটে আসে একে backlinks বলে।

Backlinks Blog SEO এর জন্য কেনো খুব প্রযোজন!


ব্যাকলিঙ্কস ওয়েবসাইট ও ব্লগ এর জন্য খুবই প্রয়োজন হয়। Backlinks এর কারণে  সাইটের জনপ্রিয়তা ও মান বৃদ্ধি পায়। আপনার সাইটে যত বেশি Backlinks হবে তত বেশি ট্রাফিক আপনার সাইটে হবে। আপনার সাইটে Backlinks বেশি হলে সার্চ ইঞ্জিন থেকে বেশি ট্রাফিক পাওয়া যাবে আর আপনার ইনকাম ও বেশি হবে। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বুঝাবো যে Backlinks কেন দরকার।

১। Search Engine Fast Index Your Site


Search engine যখন আপনার সাইট কে ইন্ডেক্স করে তখন সর্বপ্রথম আপনার সাইটের Backlinks এর উপর নজর দেয়। Search engine এটা দেখে যে আপনার সাইটে কন কন সাইট থেকে ট্রাফিক আসে আর আপনার সাইট অন্য কত সাইট এর সাথে সংযুক্ত আছে। আপনার পোস্টে কি বিষয়ে লিখছেন সেটা index করে। এতে Search engine আপনার পোস্টকে সহজে দ্রুত index করে।

No comments